বকশীগঞ্জে মুচেলিকা দিয়ে পার পেল বর , বাল্য বিবাহ না দিতে কনের মামার অঙ্গীকার !

G M Fatiul Hafiz Babu


জিএম ফাতিউল হাফিজ বাবুু, বকশীগঞ্জ ঃ

জামালপুরের বকশীগঞ্জে বাল্য বিবাহ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে বর । আর বিয়ের আয়োজন করায় কনের মামাকেও আটক করা হয়। পরে মুচেলিকা দিয়ে ছাড়া পেয়েছে বর ও কনের মামা।


জানা গেছে , বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মজনু মিয়ার বাড়িতে তার ভাগ্নি রোকসানা আক্তারের (১৫) সঙ্গে পাশবর্তী পাখিমারা গ্রামের ফুরকান মিয়ার ছেলে মিজানের (২০) বিয়ে ঠিক হয়।

বিয়ের সকল প্রস'তি সম্পন্ন হলে মঙ্গলবার রাতে বর পক্ষ কনের মামা মজনু মিয়ার বাড়িতে হাজির হয়।

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেনের নির্দেশে বিয়ে হাজির হয় পুলিশ। বাল্যবিয়ের আয়োজন করায় কনের মামা মজনু মিয়া ও বর মিজানকে রাতেই পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

অবশেষে বুধবার সকালে পুলিশের কাছে মুচেলিকা দিয়ে পার পেয়ে যায় বর মিজান মিয়া । পরে ভাগ্নি রোকসানাকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার অঙ্গীকার করে ছাড়া পান কনের মামা মজনু মিয়া।

রোকসানা আক্তার শ্রীবরদী উপজেলার মাটিফাটা গ্রামের রবিজল হকের মেয়ে।


বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান , আমরা বাল্যবিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করছি। যেখানেই বাল্যবিয়ে হবে সেখানেই প্রতিরোধ করা হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top