সেবা ডেস্ক:
কুড়িগ্রাম প্রতিনিধি ::
সময়োপযোগী সীমানত্ম ব্যবস্থাপনার মাধ্যমে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ মাদক পাচার প্রতিরোধে কুড়িগ্রামে বিজিবি’র আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৪৫ বিজিবি সদর দপ্তর হলরম্নমে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, এনডিসি, পিএসসি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মোয়াজ্জেম হোসেন, ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দিন আহমেদ,
১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম মোর্শেদ, ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহফুজ উল বারী, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী,
কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।
সেমিনারে সীমানেত্ম চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পাচার ও মাদক পাচার রোধে সময়োপযোগী সীমানত্ম ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।