আরেক মার্কিনিকে গ্রেপ্তার উ. কোরিয়ার

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের আরেক নাগরিককে গ্রেপ্তার করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি (কেসিএনএ) রোববার এ তথ্য জানিয়েছে। তাদের এ তথ্য যদি সত্যি হয়, তাহলে সম্প্রতি উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিক আটক হওয়ার চতুর্থ ঘটনা হবে এটি।

রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বিবদমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার করছে দেশটি।

কেসিএনএ জানিয়েছে, ৬ মে আটক হওয়া মার্কিন নাগিরিক কিম হাক সং পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজ করতেন। এর আগে তৃতীয় মার্কিন নাগরিক হিসেবে কিম স্যাং ডক এপ্রিল মাসের শেষ নাগাদ আটক হন।

সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের হুমকি-পাল্টা হুমকির মহড়া চলছে। একের পর এক পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। উত্তরের নেতা কিম জং-উন এ কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর কিছুটা নরম করে কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু উত্তেজনা তাতে থামেনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top