শফিকুল ইসলাম: ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গিকার ব্যক্ত করেছেন ২৮,কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।
![]() |
| ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গিকার জামায়াত প্রার্থীর |
তিনি আরো বলেন নির্বাচনের মাঠে খেলা হবে জনগণকে নিয়ে, জনগণ যাকে ভোট দিয়ে রায় দিবে সেই নির্বাচিত হবে। কিন্তু খেলার মাঠে ফাউল করে ফেলে দিয়ে কেউ যেতার চেষ্টা করবে, তা হতে দেয়া হবে না।
মতবিনিময় সভায়, দেশ গঠনে আগামী নির্বাচনে রাষ্ট্র কাঠামো সংস্কারে ও জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহŸান জানান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কর্তিমারী বাজার মোহাম্মদিয়া হাসপাতাল এন্ড ডায়াগোন্টিক সেন্টারের হলরুমে রৌমারী-রাজিবপুরের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি আরও বলেন, যখন আপনারা কলম ধরেন তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি। আমি নির্বাচিত হলে রৌমারী রাজিবপুর ও চিলমারী ফেলে রাখা অনুন্নয়ন কাজগুলি করবো। সেই সাথে রৌমারী-চিলমারী নদীর উপর যাতায়াতে ব্রীজ, বামতীর রক্ষা, দেওয়ানগঞ্জ থেকে রৌমারী ভায়া দাঁতভাঙ্গা রেললাইনের ব্যবস্থাসহ উন্নয়ন মূলক কাজ করার নির্বাচনি এস্তেহারেই রয়েছে।
মতবিনিময় সভায় রৌমারী রাজিবপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রৌমারীতে বাদাম চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জিঞ্জিরাম নদীর উপর সেতু না থাকায় ৭ গ্রামের মানুষের চরম দূর্ভোগ

চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।