বকশীগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ!

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: 

জামালপুরের বকশীগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা সাদ্দাম ও তার সাঙ্গপাঙ্গদের বিরম্নদ্ধে।

 সোমবার সন্ধ্যায় নিলড়্গিয়া ইউনিয়নের দারিপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স'ানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার নিলড়্গিয়া ইউনিয়নের দারিপুড়া গ্রামের আবদুল জলিল নামে এক ব্যক্তি

 শেরপুর থেকে থেকে ফেরার পথে টানা ব্রিজ এলাকায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৩-৪ জন তার পথ রোধ করে তাকে পিটিয়ে দেড় লড়্গ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

 পরে জলিলের ডাক চিৎকারে স'ানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস'্য কমপেস্নক্সে ভর্তি করায় । ছাত্রলীগ নেতা সাদ্দাম একই এলাকার দুদু মিয়ার ছেলে।

 স'ানীয়দের অভিযোগ ছাত্রলীগ নেতা সাদ্দাম ও তার সাঙ্গপাঙ্গদের দাপটে এলাকার মানুষ অসহায় অবস'ায় রয়েছে।
এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top