কুড়িগ্রামে জেলা পর্যায়ে ন্যাশনাল ই-গর্ভেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার শীর্ষক একদিনের প্রশিড়্গণ অনুষ্ঠিত”

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: 

০৪ জুন রবিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগীতায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনের জেলা প্রশাসকের সম্মেলনকড়্গে

 “জেলা পর্যায়ে ন্যাশনাল ই-গর্ভেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার” শীর্ষক একদিনের প্রশিড়্গণ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে “ন্যাশনাল ই-গর্ভেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার” সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন ও পরিচালনা করেন ফাইবার এট হোম লিমিটেডের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মোঃ বুলবুল আহমেদ।

প্রশিড়্গণটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ রফিকুল ইসলাম সেলিম। প্রশিড়্গণের কুড়িগ্রামের জেলা পর্যায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ গ্রহণ করেন।

 এছাড়াও নয়টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণও অংশগ্রহণ করেন।

অন্যান্য দপ্তরের মত কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের পড়্গে উক্ত প্রশিড়্গণে অংশগ্রহণ করেন উচ্চমান সহকারী কাম হিসাব রড়্গক গোলাম মোসত্মফা রাঙ্গা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top