
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ৫১ বস্তা গম উদ্ধারের ঘটনায় চেয়ারম্যানের বিরম্নদ্ধে মামলা দায়েরর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সর্বসত্মরের জনগণ।
শুক্রবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের হাসিল বটতলা এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনিয়নের সর্বসত্মরের কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী,
সাধারণ সম্পাদক আশরাফ ফারম্নকী, সাংগঠনিক সম্পাদক হারম্নন-অর রশিদ তরফদার, মেষ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরম্নল ইসলাম, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওহাব আলী,
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান কিনু, মেষ্টা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অপরিচিত একজন গম ব্যবসায়ীর গুদাম থেকে ৫১ বসত্মা গম উদ্ধার হয়। উদ্ধার হওয়া গম চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
চেয়ারম্যানের গম হলে, তাঁর কাছে জিম্মায় রাখা হতো না। রহস্যজনক কারণে চেয়ারম্যানের বিরম্নদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দ্রম্নত সময়ের মধ্যে ওই মামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবি জানানো ঘন্টাব্যাপী মানববন্ধনে। মামলা থেকে নাম প্রত্যাহার না করা হলে, বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়।
উলেস্নখ্য, গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলা প্রশাসন হাজীপুর বাজার এলাকার একটি হোমিওপ্যাথি ঔষধের দোকানের সাটার ভেঙে ভিজিএফের ৫১ বসত্মা গম উদ্ধার করে।
এ ঘটনায় গত বুধবার সদর উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় আসামি করা হয় দোকান মালিক আব্দুর রাজ্জাক ও মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান মো.জামিনুর ইসলাম তালুকদারকে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।