সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছবি ভাংচুরের ঘটনার প্রতিবাদ সভা করা হয়েছে।
বাট্টাজোড় ইউনিয়নের নালারমোড় বাজারে অবসি'ত ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে রোববার সন্ধ্যায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২০ জুলাই রাতে নালারমোড় বাজারে অবসি'ত ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবি ভাংচুর করে দুবৃত্তরা।
এঘটনায় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমুল হক মন্ডল বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেড়্গিতে বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন ২৫ জলাই ঘটনাস'ল পরিদর্শন করেন । দলীয় অফিসে ভাংচুরের ঘটনায় রোববার সন্ধ্যায় প্রতিবাদ সভা ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমুল হক মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাবলু মন্ডল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লাকপতি,
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শামসুল আলম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমেদ তোতা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মন্ডল,
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবদুল মোতালেব সরকার, সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা মনিরুজ্জামান
তালুকদার ফর্সা , ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফিরোজ মিয়া , যুগ্ন আহবায়ক রুহুল আমিন, ছাত্রলীগ নেতা লাবলু মিয়া প্রমুখ।
এসময় তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।