বকশীগঞ্জ সীমান্ত বিএসএফের ককটেলের আঘাতে বাংলাদেশী আহত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমানেত্মর ১০৮৯ নম্বর পিলার এলাকায় বিএসএফের ছোড়া ককটেলে গাজী মিয়া (৩৫) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত গাজী মিয়া তার বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি জনপদ দিঘলকোণা সীমানেত্মর ১০৮৯ নম্বর আনত্মর্জাতিক পিলারের কাছে অবস্থান করার সময় বিএসএফের জোয়ানেরা গাজী মিয়াকে লড়্গ্য করে ককটেল ছুড়ে।

ককটেলের স্প্রিন্টারে তিনি আহত হন। ককটেলের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় গাজীকে উদ্ধার বাড়িতে নিয়ে যায়।

 গাজী মিয়ার বাড়ি বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়ায়। তার বাবার নাম বাজু মিয়া। তিনি তার বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান সীমানেত্ম বিএসএফের ককটেলের আঘাতে বাংলাদেশী এক ব্যক্তি আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top