বকশীগঞ্জে ব্যাংক ড্রাফট নিচ্ছে না সোনালী ব্যাংক! গ্রাহকদের চরম দুর্ভোগ !

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে সোনালী বাংকে ব্যাংক ড্রাফট করতে পারছেন না চাকরী প্রার্থীরা । ফলে চরম বিপাকে পড়েছেন তারা । এ নিয়ে ড়্গোভ প্রকাশ করেছেন তারা।

বাধ্য হয়ে চাকরী প্রার্থীরা শেরপুর জেলার শ্রীবরদী শাখায় ব্যাংক ড্রাফট করছেন।
চাকরী প্রার্থীদের অভিযোগে জানা গেছে, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ “শিক্ষক”  পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে।

 বিজ্ঞপ্তিতে ওই পদের জন্য সোনালী ব্যাংকে ৫০ টাকার ব্যাংক ড্রাফট করার বলা হয়েছে। সে মতে বকশীগঞ্জ  উপজেলার

 কয়েক শত চাকরী প্রার্থী বকশীগঞ্জ সোনালী ব্যাংক শাখায় ব্যাংক ড্রাফট করার জন্য গেলে তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক কর্মকর্তাদের দাবি বাংক ড্রাফটের চাহিদা না থাকায় ফরম সরবরাহ করা হয়নি। এ কারণে সবাইকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
বকশীগঞ্জ সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফট করতে না পেরে পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার সোনালী ব্যাংক শাখা থেকে নিরুপায় হয়ে কাজ করছেন তারা।

 এতে করে একদিকে চাকরী প্রার্থীদের বাড়তি যাতায়াত ভাড়া দিয়ে কাজ করতে হচ্ছে অন্যদিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
এদিকে বকশীগঞ্জ সোনালী ব্যাংক শাখা কর্মকর্তাদের এমন খোড়া যুক্তিতে তীব্র ড়্গোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মধ্যে ।



ইসলামীক ফাউন্ডেশনে চাকরী প্রার্থী ওমর ফারুক জানান, অনেক অনুরোধ করেও বকশীগঞ্জ শাখা থেকে ব্যাংক ড্রাফট করতে পারি নি।

 উল্টো কর্মকর্তাদের ধমক খেতে হয়েছে। পরে অতিরিক্ত টাকা খরচ করে শ্রীবরদী শাখা থেকে ব্যাংক ড্রাফট করেছি।
অবিলম্বে বিষয়টি সুরাহা করার জন্য উর্ধ্বতন কর্তৃপড়্গের হসত্মড়্গেপ কামনা করেছেন গ্রাহকরা।

এ ব্যাপারে সোনালী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যাবস'াপক মো. কামরম্নল ইসলামের সঙ্গে মোবাইলে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top