
অনুপম বড়ুয়া টিপু,প্যারিস: ১ জুলাই ২০১৭ শনিবার ফ্রান্সের উবারভিলিয়ে শহরে বসবাসরত বিভিন দেশ ও জাতিগোষ্ঠীর সমন্বয়ে সারাদিন ব্যাপী ‘ফেত দো লা ভিল’ নামে অনুষ্ঠিত হয়।
১০০ টিরও উপরে দেশ ও সংগঠনের উপস্থিতিতে নিজেদের আন্তকার্যক্রম বিনিময়য়ের প্রধান উৎসব হিসেবে ধরা হয়। এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ।
উদীচী তাঁর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য পাশাপাশি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়ীক হামলা, পাঠ্য পুস্তক সাম্প্রদায়িকীকরণ, ভাস্কর্য অপসারণ, দেশের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত সহ প্রগতিশীল আন্দোলনকারী নেতাকর্মীদের উপর হামলা, হত্যার হুমকি ও মামলার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের অসাম্প্রদায়িক সমাজ গঠনের আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করে। উবারভিলিয়ে শহরের মেয়র মারিয়েম দারকাউই, প্রথম সহকারী মেয়র আন্তনি দাগে, মেরির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কার্লোস সামেদু, সহকারী মেয়র ফেতি শোদর, সহকারী মেয়র ক্যামেলা কামিলি শহরে অবস্থানরত বিভিন্ন সংগঠনের নেত্রীস্থানীয় ব্যাক্তিবর্গ বাংলাদেশের চলমান প্রগতিশীল জনগণের আন্দোলনের পক্ষে স্বাক্ষর দিয়ে সমর্থন জানান।
এছাড়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা বাংলাদেশে চলমান সুন্দরবন রক্ষার আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করে। উবারভিলিয়ে শহরের মেয়র মারিয়েম দারকাউই মনে করে পৃথিবির সর্ববৃহৎ ম্যানগ্রোব ফরেস্ট এর নিকটে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে শুধু এরকম একটা বনাঞ্চলই নয় এটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর পবিবেশ ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। তিনি সহ অন্যান্য সহকারী মেয়র এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেত্রীবৃন্দ সুন্দরবন রক্ষার আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে স্বাক্ষর প্রদান করেন।
এই উৎসব ও স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মন্ডল, উদীচী ফ্রান্স সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রদীপ কুমার বড়ুয়া, উদীচী ফ্রান্স সংসদের সহ সভাপতি রোজী মজুমদার, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদার, জাতীয় কমিটি ফ্রান্স শাখার যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সংগঠক জুয়েল দাশ লেনিন, উদীচী ফ্রান্স সংসদের আপ্যায়ন সম্পাদক দুলাল চন্দ মিশেল, প্রচার সম্পাদক সুদেশ বড়ুয়া, উদীচী ফ্রান্স সংসদের কার্যকরী সদস্য নন্দন ধর, উদীচী ফ্রান্স সংসদের সদস্য শুভাশীষ রায় শুভ, জুলিয়া আহসান সহ আরো অনেকে।