সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে এইচএসসি , আলিম পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। এবারের এইচএসসি পরীড়্গার ফলাফলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে পাশের হার বেড়েছে।
গত বছরের তুলনায় এবার তাদের সার্বিক উন্নয়ন হয়েছে। অপরদিকে ফলাফল বিপর্যয় হয়েছে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ সহ অন্যান্য কলেজে। তবে এবার কোন প্রতিষ্ঠানে একটিও জিপিএ-৫ পায় নি।
এবার এইচএসসি পরীড়্গায় মোট ১ হাজার ৩৬১ জন অংশ নিয়ে পাশ করেছে ৭০৭ জন পরীক্ষার্থী। এইচএসসিতে পাশের হার ৫৪.০৭ শতাংশ।
আলিম পরীক্ষায় মোট ২৮৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৬৪ জন। আলিমে পাশের হার ২২.২২ শতাংশ।
এইচএসসি ও আলিম পরীক্ষায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি।
তবে সার্বিক ফলাফলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে পাশের হার বেড়েছে । গত বছরের তুলনায় এবার তারা ভাল করেছে।
গত বছর যেখানে তাদের পাশের হার ছিল ৪৫ শতাংশ এবার তা উন্নীত হয়ে দাড়িয়েছে ৫২.৭৬ শতাংশে।
অপরদিকে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে গত বছরের তুলনায় তাদের পাশের হারে বিপর্যয় নেমেছে।
জামালপুরের বকশীগঞ্জে এইচএসসি , আলিম পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। এবারের এইচএসসি পরীড়্গার ফলাফলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে পাশের হার বেড়েছে।
গত বছরের তুলনায় এবার তাদের সার্বিক উন্নয়ন হয়েছে। অপরদিকে ফলাফল বিপর্যয় হয়েছে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ সহ অন্যান্য কলেজে। তবে এবার কোন প্রতিষ্ঠানে একটিও জিপিএ-৫ পায় নি।
এবার এইচএসসি পরীড়্গায় মোট ১ হাজার ৩৬১ জন অংশ নিয়ে পাশ করেছে ৭০৭ জন পরীক্ষার্থী। এইচএসসিতে পাশের হার ৫৪.০৭ শতাংশ।
আলিম পরীক্ষায় মোট ২৮৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৬৪ জন। আলিমে পাশের হার ২২.২২ শতাংশ।
এইচএসসি ও আলিম পরীক্ষায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি।
তবে সার্বিক ফলাফলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে পাশের হার বেড়েছে । গত বছরের তুলনায় এবার তারা ভাল করেছে।
গত বছর যেখানে তাদের পাশের হার ছিল ৪৫ শতাংশ এবার তা উন্নীত হয়ে দাড়িয়েছে ৫২.৭৬ শতাংশে।
অপরদিকে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে গত বছরের তুলনায় তাদের পাশের হারে বিপর্যয় নেমেছে।