তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

Advisors Mahfuz Alam and Asif Mahmud resign before the schedule is announced
তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

আজ বুধবার সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। সরকারের নীতিনির্ধারণী পর্যায় এবং উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য একমত পোষণ করেছেন যে, তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা সমীচীন নয়। তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করুন বা না করুন, নিরপেক্ষতা ও স্বচ্ছতার স্বার্থেই তাঁদের সরে দাঁড়ানো উচিত। এই প্রেক্ষাপটেই আজ তাদের পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।

ইতোমধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বেলা তিনটায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, মূলত পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের এক বৈঠকে তাঁদের পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হয়। সূত্র জানায়, গত সেপ্টেম্বরের মাঝামাঝিতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে তাঁদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তাঁরা কিছুটা সময় চেয়েছিলেন। মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করলেও, শেষ পর্যন্ত তফসিলের আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

রাজনৈতিক অঙ্গনে তাঁদের ভবিষ্যৎ গন্তব্য ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চলছে।

 উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি তাঁর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে এনেছেন এবং ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তবে ওই আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করায় তিনি স্বতন্ত্র নাকি কোনো দলের হয়ে লড়বেন, তা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে, মাহফুজ আলমের নিজ আসন লক্ষ্মীপুর-১। সেখানেও বিএনপিতে এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমের যোগদানের ফলে বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ কমে এসেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের প্রতিনিধি হিসেবে তাঁরা যুক্ত হয়েছিলেন। এর আগে আরেক ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম পদত্যাগ করে ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দায়িত্ব নেন। মাহফুজ ও আসিফ এনসিপির নেতৃত্বে সরাসরি না থাকলেও দলটিতে তাঁদের প্রভাব রয়েছে। সম্প্রতি এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত নতুন জোট থেকে তাঁরা মনোনয়ন নেন কি না, সেদিকেই এখন সবার দৃষ্টি।


সূত্র: প্রথম আলো/সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জাতীয়- নিয়ে আরও পড়ুন
মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, তৃতীয় ধাপে আরও ১৭৯ জনের প্রবেশ
মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, তৃতীয় ধাপে আরও ১৭৯ জনের প্রবেশ
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধান
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধান
খুবই ‘ক্রিটিক্যাল’ অবস্থায় খালেদা জিয়া: যুক্ত হলেন চীনা চিকিৎসকরা, ভরসা এখন শুধুই আল্লাহ
খুবই ‘ক্রিটিক্যাল’ অবস্থায় খালেদা জিয়া: যুক্ত হলেন চীনা চিকিৎসকরা, ভরসা এখন শুধুই আল্লাহ
পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের ভাগ্য নির্ধারণ আজ
পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের ভাগ্য নির্ধারণ আজ
ডিসেম্বরের শুরুতেই দুঃসংবাদ, এক লাফে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
ডিসেম্বরের শুরুতেই দুঃসংবাদ, এক লাফে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top