সরকারী কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি পালিত

G M Fatiul Hafiz Babu



কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে এ কর্মসূচীর আয়োজন করে কুড়িগ্রাম পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন।

কর্মসূচীতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর সচিব রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, সংগঠনের জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান,

 সাধারণ সম্পাদক আখতাররুজ্জামান রাসেল, প্যানেল মেয়র মাসুদুর রহমান, রোস্তম আলী তোতা, কাউন্সিলর আল হারম্ননুজ্জামান, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল প্রমুখ।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল।

বক্তারা বলেন, সরকারী কোষাগার থেকে বেতন-ভাতাসহ সকল সুবিধা প্রদানের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। অনতি বিলম্বে আমাদের দাবী মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top