আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিত প্রত্যাহারকৃত প্রার্থীদের ও ৫টি সংসদীয় আসনের চূড়ান্ত বৈধ প্রার্থীদের পৃথক দুইটি তালিকা সাংবাদিকের সরবরাহ করা হয়।
তালিকা সূত্রে জানা গেছে, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের একাধিক প্রার্থী থাকায় রুবেল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি এই আসনে তার স্বামী বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদারকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এছাড়া জামালপুর- ৫ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই আসনে এবি পার্টি জোটগত কারণে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে।
৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এর মধ্যে-
জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো: আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।
জামালপুর- ২ (ইসলামপুর) আসনে ৪ জন প্রার্থী হলেন- এ.ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো: ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।
জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।
জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে ৬ জন প্রার্থী হলেন- মো: ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো: আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো: ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ), মো: কবির হাসান (নাগরিক ঐক্য)।
জামালপুর- ৫ (সদর) আসনে ৮ জন প্রার্থী হলেন- শাহ মো: ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো: আক্কাস আলী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো: বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো: আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু, সম্পাদক সোহেল

ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

মুক্তিযোদ্ধা লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জামালপুরে ৫টি বইয়ের মোড়ক উন্মোচন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।