সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে নারী কেলেংকারী ঘটনার জের ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অপসারণের দাবিতে বিড়্গোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার বিকাল সাড়ে ৩ টায় পৌর এলাকার জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক আবদুছ ছালাম ও সহকারী শিড়্গক নুরুল্লাহ রিপন মাস্টারের অপসারণের দাবি করে বিড়্গোভ মিছিল বের করা হয়।
প্রায় ৫ শতাধিক এলাকাবাসী বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদড়্গিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ করে।
মিছিল শেষে উপজেলা চত্বরে সংড়্গিপ্ত বক্তৃতা করেন এনজেল মাস্টার , জাহিদ মিয়া, সুজন মিয়া, মাইনুল ইসলাম, আফজাল মিয়া প্রমুখ।
সম্প্রতি জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিড়্গক নুরুল্লাহ রিপন একই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী ওই শিড়্গককে বিদ্যালয় থেকে বহিস্কারের দাবি জানান।
এনিয়ে অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিড়্গকের সঙ্গে বৈঠক করেও সুরাহা না হওয়ায় তারা বিড়্গোভ কর্মসূচি ঘোষণা করেন।