
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে আরএকে পেন্টস লিমিটেড ও আরএকে কনজুমার প্রোডাক্টস লিমিটেড।
শনিবার দুপুরে কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল মাঠে জেলা সদরের পাঁচগাছী, যাত্রাপুর, ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবার এর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, ওষুধ, খাবার স্যালাইনসহ প্রতি পরিবারে নগদ ৫শত টাকা।
এসময় কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম, আরএকে পেন্টস এর প্রধান মানব সম্পদ কর্মকর্তা বিক্রয়, বিপনন ব্যাবস্থাপক হেড অফ একাউন্ট সহ উভয় কোম্পানির কর্মকর্তা ও স্থানীয় সেল্স এজেন্টরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন উভয় কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ মূল্য দিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।