
কুড়িগ্রামে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৭ দফা দাবীর বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় শাখা। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুর ১২ টা ১ মিনিট থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেদ সিদ্দিকী, বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওয়াজেদ,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
বক্তারা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৭ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।