
এ উপলক্ষে ২৫ শে নভেম্বর শনিবার সকাল ১০ টায় মেহার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তা-কর্মচারী , সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, ,পৌরসভা ও ইউনিয়ন থেকে সকল জনপ্রতিনিধি,বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী , সংবাদকর্মী,স্কুল-কলেজ পড়–য়া ছাত্র ছাত্রী , তরুণ প্রজন্ম ও শিশু কিশোরদের আনন্দ উল্লাসে আনন্দ শোভাযাত্রাটি শাহরাস্তি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ,সহকারি কমিশনার (ভূমি ) লিটুস লরেন্স চিরান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান (মিন্টু) ।