বকশীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকে চুরি, কাগজপত্র তছনছ

S M Ashraful Azom
Bank Savings Bank in Bakshiganj has stolen documents, papers

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে একটি বাড়ি একটি প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পল্লী সঞ্চয় ব্যাংকে ওই চুরির ঘটনা ঘটে। এসময় কম্পিউটার যন্ত্রাংশ , দুটি ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজ পত্র খোয়া গেছে।
জানা গেছে, প্রতি দিনের ন্যায় কর্মদিবস দিবস শেষে ওই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের কেচি গেইটের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাংকে থাকা দুটি ল্যাপটপ, দুটি মডেম ও কম্পিউটার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এছাড়াও ব্যাংকের তিনটি কক্ষের কাগজপত্র তছনছ করা হয়।

একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বুধবার সকালে অফিস খুলে ভেতরে আলমিরা ভাঙা ও কাগজপত্র এলোমেলো দেখে ইউএনও মহোদয়কে খবর দেয়া হয়।

এঘটনায় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমান।-

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top