চাকুরী জাতীয়করণের দাবি জামালপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি

S M Ashraful Azom
Employees in Jamalpur, demand for nationalization of jobs

মিঠু আহমেদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণসহ সাত দফা দাবিতে শিক্ষকরা স্মারকলিপি দেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়।

বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ এবং পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তির দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিটি শিক্ষকরা জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রাসেল সাবরিনের হাতে তুলে দেন। স্মারকলিপি প্রধানের নেতৃত্ব দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার সভাপতি মো.নওশের আলী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও জামালপুর সদর উপজেলার ঝাউলা গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মুকছেদুর রহমান।
  -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top