
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ স্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪ টায় বকশীগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড মোড়ের ওই গণ স্বাক্ষর কর্মসূচিতে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সহসভাপতি নুরুল ইসলাম বাদশা, বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলা কারী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বিপ্লব সওদাগর, মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল মন্ডল, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, বিএনপি নেতা প্রভাষক রুস্তম আলী, বিএনপি নেতা হাসানুজ্জামান হাসান, মেরুরচর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান , সুরুজ মিয়া প্রমুখ।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানান।