ভারতীয় মাফিয়া দাউদ ইব্রাহিম আত্মসমর্পণ করতে চান শর্তসাপেক্ষে

Seba Hot News
ভারতীয় মাফিয়া দাউদ ইব্রাহিম আত্মসমর্পণ করতে চান শর্তসাপেক্ষে
সেবা ডেস্ক: -ভারতীয় মাফিয়া দাউদ ইব্রাহিম,  শর্তসাপেক্ষে আত্মসমর্থন করতে চাচ্ছেন এমনটাই দাবি করলেন তার আইনজীবী শ্যাম কেসওয়ানি। মঙ্গলবার কেসওয়ানি জানান, দেশে ফিরতে আগ্রহী দাউদ। তবে সে জন্য একাধিক শর্ত দিয়েছেন তিনি।

 কিন্তু, এই শর্তগুলি ভারত সরকার কখনোই মানবে না বলে দাবিও করেছেন তিনি। কেসওয়ানির দাবি, আত্মসমর্পন করার জন্য দাউদ যে শর্তগুলি দিয়েছেন তার মধ্যে একটি হল মুম্বাইয়ের উচ্চ নিরাপত্তাবেষ্টিত আর্থার রোড সেন্ট্রাল জেলে তাকে রাখতে হবে।

 এই আর্থার জেলেই ২০০৮ সালে মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রান্তকারী আজমল কাসাভকে রাখা হয়েছিল। ফাঁসির আগে চার বছর এই জেলেই ছিল কাসাভ। কেসওয়ানি আরো বলেছেন, ‘এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আইনজীবী রাম জেঠমলানির মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন দাউদ।

 কিন্তু ভারত সরকার কোনো ব্যবস্থাই নেয়নি।’ এর প্রায় ছয় মাস আগে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরে দাবি করেন, শারীরিকভাবে প্রতিবন্ধী দাউদ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ভারতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তিনি। কারণ জীবনের শেষ সময়টা নাকি তিনি এ দেশেই কাটাতে চান!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top