এস ফেন্ডশীপ ক্লাবের কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

S M Ashraful Azom
SF Friendship Club organized a reception

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নে এস ফ্রেন্ডশীপ ক্লাবের উদ্যোগে ক্লাবের ক্রিড়া সম্পাদক মরহুম আতিকুর রহমান এর স্মরণে ২৬ মার্চ সোমবার ৮২ নং শিলকুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১০-২০১৭ সাল পর্যন্ত পিএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা'১৮ অনুষ্টান স্কুল অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে। ৎ

অনুষ্টানের শুভ উদ্ভোধন করেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কায়েস সরোয়ার সুমন।

এস ফেন্ডশিপ ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন শিলকুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির। এসময় অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু কুসুম বড়ুয়া, শি. স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরিমল কান্তি দে, দৈনিক ডেসটিনির বাঁশখালী সংবাদদাতা শিব্বির আহমদ রানা, শিক্ষানুরাগী আবচার উদ্দীন হাছান।

আরও পড়ুনঃ নেপালে স্বাধীনতা বিরোধীদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র

অথিতিরা শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, শিক্ষার আলো সমাজের অন্ধকারকে দূরীভূত করে। তোমরা যারা সম্মাননা পেয়েছ তা তোমাদের অগ্রযাত্রায় উৎসাহ যোগাবে। নৈতিক চরিত্রের সমন্বয় সাধনে তোমাদের আগামীর সফল যাত্রা অব্যাহত থাকুক। জাতীর কল্যানে তৈরি হও। আগামীর নেতৃত্বের জন্য তোমাদেরকে মেধার স্বাক্ষর রাখতে হবে। গুনীজনদের সম্মান করবেন, কেননা যে সমাজে গুনীজনদের সম্মান করা হয়না সে সমাজে গুনীজন জন্মায়না।


এসময় গত ২০১০ থেকে ২০১৭ শিক্ষাবর্ষে শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরিক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্বীকৃতি স্বরুপ সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন। এতে ১৭ জন কৃতিশিক্ষার্থীসহ মানব কল্যানে অবদান রাখায় ক্লাবের সহ সভাপতি ফারুকুল ইসলাম জিসানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাম্মৎ সাদেকা বেগম, মো. আনোয়ার হোসেন চৌধুরী, বিবি সাহিদা কুলসুম, মো. তশরিফ উল্লাহ, লিখা রানী বড়ুয়া, সুপ্রিয়া গুহ, জেবুন্নেচ্ছা, এনামুল হক রাহাত সহ প্রমূখ।
 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top