বকশীগঞ্জে রি-কল প্রকল্পের উদ্যোগে চরাঞ্চলের উপকারভোগীদের মাঝে সম্পদ বিতরণ

S M Ashraful Azom
resource distribution among the charitable beneficiaries

জি.এম. ফাতিউল হাফিজ বাবু: বকশীগঞ্জে চরাঞ্চলের উপকার-ভোগীদের মাঝে সম্পদ বিতরণ
জামালপুরের বকশীগঞ্জে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে ২৫ মার্চ রবিবার সকালে সম্পদ বিতরণ করা হয়েছে।

অক্সফ্যামের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে সংস্থার বকশীগঞ্জ প্রকল্প কার্যালয়ে ৫ জন দুধ ব্যবসায়ী, ৪ মিষ্টি তৈরি, ২ জন ফোডার ব্যবসায়ী ও ২০ জন সমন্বিত খামারী নারী-পুরুষের মাঝে সম্পদ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ বকশীগঞ্জে ২৫মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পদ গুলো হলো- দুধের ক্যান, মাপনী, লেকটোমিটার, বালতি, মিষ্টির ব্যাগ, ট্রে, ছান্দা, ডাবুর, সচপেন, ডিস, ভূষি,খুদ, লবন , মাছের খাদ্য, নেট, মাছের পোনা, চুন ও সার।


উপকার-ভোগীদের মাঝে সম্পদ বিতরণকালে উন্নয়ন সংঘের রি-কল প্রকল্পের প্রধান সমন্বয়কারী জ্যোৎসনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ফিল্ড ফ্যাসিলিটেটর জিয়াউর রহমান, নাসরিন আক্তার, রাসেদুর রহমান , হিসাব রক্ষক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্চ উপজেলার চরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top