ইসলামপুরে যমুনা ভাঙ্গন রোধে বাঁশের বাধঁ: শুরুতেই বাঁধে ভাঙ্গন

S M Ashraful Azom

ইসলামপুরে যমুনা ভাঙ্গন রোধে বাঁশের আড়াড়ি বাধঁ নিমার্ণে জলে যাচ্ছে ১ কোটি ৪৭ লাখ টাকা ॥ শুরুতেই বাঁধে ভাঙ্গন

ইসলামপুরে যমুনা ভাঙ্গন রোধে বাঁশের বাধঁ: শুরুতেই বাঁধে ভাঙ্গন
ইসলামপুরের চরগোয়ালিনীর দশানী নদীতে ভাঙ্গন

মিঠু আহমেদ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে যমুনা ভাঙ্গন রোধে চলছে বাঁশের আড়া আড়ি বাধঁ নিমার্ণ কাজ। কাজ সঠিক ভাবে করা হচ্ছে না বলে জানয়িছেনে যমুনা পাড়রে অবহলেতি মানুষ।

ইসলামপুর উপজেলার উলিয়া ও হাড়গিলা, চরগোয়ালিনী দশানি নদীসহ কয়েকটি পয়েন্টে তিন হাজার মিটারেরও বেশি যমুনা ভাঙ্গন রোধে বাঁশের আড়ি বাঁধ নির্মাণ প্রকল্পের ১কোটি ৪৭ লাখ টাকা যাচ্ছে জলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসলামপুরের উলিয়া ও হাড়গিলা, চরগোয়ালিনীর দশানি নদীসহ কয়েকটি পয়েন্টে বাঁশ দিয়ে আড়া-আড়ি বাধ নির্মাণ করছেন পটোয়াখালী চেম্বার অব কমার্সের ঠিকাদার আবুল কালাম আজাদ এন্টার প্রাইজের লোকজন।

ঠিকাদারী প্রতিষ্ঠানটি তাদের সিডিউল মোতাবেক কাজ করছে না। বাঁশের আড়া-আড়ি বাঁধ যে গণত্ত্ব করার কথা ছিল তা না করে ফাঁকা ফাঁকা ও হালকা বাঁশ দিয়ে নামে মাত্র আড়া-আড়ি বাধ নির্মাণ করছেন তাদের ইচ্ছে মতো।

বেশ কিছু স্থানে বাঁশের আড়া-আড়ি বাঁধ নির্মাণের শুরুতেই ভেঙে পড়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন যমুনার তীরবর্তি অবহেলিত মানুষরা। বাঁশের আড়া-আড়ি বাঁধটির(পাইলিং) সঠিক ভাবে নির্মাণ হলে বাধঁ এলাকার মানুষ যমুনা নদী ও তার বিভিন্ন শাখা নদীর মানুষ ভাঙ্গন থেকে রক্ষা পাবে বলে জানা গেছে।



ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে উলিয়া ও হাড়গিলা এলাকার বাবুল মিয়া, নুরুল উদ্দিন, মনু মিয়া বলেন, ভাই করার কিছুই নাই। নামে মাত্র বাঁধ নির্মাণ করা হচ্ছে। তদারকি করারও কেউ নেই। আমরাতো ছোট মানুষ কি আর করার আছে।

ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী দশানি নদী পাড় এলাকার মজি মন্ডল, মনু ব্যাপরী, হকু মন্ডল বলেন, বাঁশে আড়াআড়ি বাঁধ দেওয়া দেখে ভেবে ছিলাম হয়ত আমাদের ফসলি জমি ও বাড়িঘর রক্ষা পাবে নদী ভাঙ্গন থেকে, এখন দেখছি তার উল্টো চিত্র। নদীতে পানি আশার আগেই ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মানাধীন বাঁধ ভেঙ্গ পাড়ে আছে। শুরুতেই বাঁশের আড়া-আড়ি বাধে দেখা দিয়েছে ভাঙ্গন।

এ বিষয়ে পটোয়াখালী চেম্বার অব কমার্সের ঠিকাদার আবুল কালাম আজাদ এন্টার প্রাইজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নদী গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ১কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে যমুনা নদীর উলিয়া ও হাড়গিলাসহ তিনটি পয়েন্টে তিন হাজার মিটার যমুনা ভাঙ্গন রোধে বাঁশের আড়ি বাঁধ নির্মাণ কাজ করছি। যদি কোথাও ভাঙ্গন থাকে তাহলে আবারও নির্মাণ করা হবে। কাজ সঠিক ভাবে করা হচ্ছে কি-না বলে প্রশ্ন করলে তিনি সেটি এড়িয়ে যান।

স্থানীয় এমপি ফরিদুল হকখান দুলাল বলেন, আড়া-আড়ি বাঁশের বাঁধ প্রকল্পটি আমি নিজেই পাস করিয়ে ছিলাম। যাতে করে যমুনা ও এর শাখা নদীর ভাঙ্গন রোধ করা যায়। দেখা যাক সেটা কতুটুকু সফলতা আসে। 



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top