ইসলামপুরে সংখ্যা লুঘু পরিবারকে উচ্ছেদ করতে অগ্নিসংযোগ

S M Ashraful Azom
ইসলামপুরে সংখ্যা লুঘু পরিবারকে উচ্ছেদ করতে অগ্নিসংযোগ
ইসলামপুরে সংখ্যা লুঘু পরিবারকে উচ্ছেদ করতে অগ্নিসংযোগ

মিঠু আহমেদ, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার ডেফলা ব্রিজের পাশে আদর্শ গ্রাম সংলগ্ন আমডাঙ্গা এলাকায় এক সংখ্যা লুঘু পরিবারকে উচ্ছেদ করতে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও গৃহে অগ্নিসংযোগ করেছে দূবৃত্তরা।

গত বুধবার সরেজমিনে গেলে দেখা যায়, ভোক্তভোগী আমডাঙ্গা বাজারের শিল্পি শিল্পালয়ের মালিক জগত চন্দ্র পাল খোকন জানান, গত ১৮/১৯ মাস আগে তিনি আমডাঙ্গা এলাকায় জনৈক বানেছো বেগমের ৩২ শতাংশ জমি ক্রয় করে গত ছয়মাস ধরে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

কিন্তু জমি কিনার পর থেকে এলাকার চাঁদাবাজ ও ভূমি দস্যুচক্র তাদের নিকট চাঁদা দাবী করে আসছে এবং চাঁদা না দিলে ভূমি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে।

সম্প্রতি ছাত্তার, রহুনবী ও নূর ইসলাম নামে ওই চাদাঁবাজ চক্রটি তাদের বসত বাড়িতে হামলা করে ভাঙ্গচুর করে। এঘটনায় ভোক্তভোগী জগত চন্দ্র পাল বাদী হয়ে ইসলামপুর থানায় একটি এজাহার দিলে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে মামলা এফআইআর করে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। জেল থেকে ছাড়া পেয়ে রহুনবী গংরা গত ১১জুন রাতে খোকেনের বাড়িতে অগ্নি সংযোগ করে। খবর পেয়ে অগ্নিকান্ডের ঘটনাটি জেলা পুলিশ সুপারের নির্দেশে ইসলামপুর ও মেলান্দহ থানা পুলিশ পরিদর্শন করেছে।

কিন্তু ভোক্তভোগী খোকনের অভিযোগ,অগ্নিকান্ডের ঘটনায় থানায় কোন মামলা নেই নি পুলিশ। মামলা দিতে গেলে পুলিশ বিবাদীদের সাথে মিমাংসা হওয়ার কথা বলছে। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান জানান,ঘটনাটি তদন্ত করেছেন। ক্রয় করা জমি নিয়ে সমস্যা রয়েছে বলে তিনি জানান।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top