
সেবা ডেস্ক: আসছে ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিনরাত জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে মেয়র প্রার্থীরা। এরই মাঝে তুমুল বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকারের মাদক সংশ্লিষ্টতা নিয়ে। সারা দেশে যখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এর মাঝে একজন মেয়র প্রার্থীর মাদক সংশ্লিষ্টতা নিয়ে জনমনে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও আতংক।
মহানগরীর টঙ্গি বড়দেওড়া, আউচপাড়া, খা-পাড়া, মুদাফা, গাজীপুরা সাতাইশ, দত্তপাড়া, টঙ্গি হাজী মাজার বস্তি, আরিচপুর, মধুমিতা, মাছিমপুর, পাগাড়, সিল্মুন, ব্যাংকের মাঠ, আমতলী, তিএন্ডটি, পুবাইল, মিরের বাজার, জয়দেবপুর, কাশেমপুর, কোনাবাড়ী সহ অধিকাংশ মাদকের স্পট নিয়ন্ত্রিত হয় হাসান উদ্দিন সরকারের প্রত্যক্ষ মদদে। হাসান উদ্দিন সরকারের পরিবারের লোকজন দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরো সিন্ডিকেট। কিছুদিন আগেও খরতৈল এলাকায় চিহ্ণিত মাদক ব্যবসায়ী ফাটা মনিরের বিরুদ্ধে কথা বলায় মুদি দোকানদার মনিরের হাত কেটে নেওয়া হয় এবং হানিফ ও মোরশেদ নামের দুই যুবককে কুপিয়ে আহত করে ফাটা মনিরের লোকজন। এই ফাটা মনির হাসান উদ্দিন সরকারের অন্যতম সহযোগী নামে এলাকায় পরিচিত।
সব জেনেশুনেও ভয়ে মুখ খুলতে পারছেনা এলাকাবাসি। তবে তাদের জবাব তারা নির্বাচনে ভোটের মাধ্যমে দিবে বলে অনেকেই অভিব্যক্তি প্রকাশ করেছে।