বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষনার দাবিতে ছাত্রসেনার মানবন্ধন

S M Ashraful Azom

বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষনা পূর্বক অবকাঠামো নির্মাণের দাবিতে ছাত্রসেনার মানবন্ধন

বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষনার দাবিতে ছাত্রসেনার মানবন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার আয়োজনে সংগঠনের ঈদ পুনর্মিলনী ও স্টুডেন্ট কনভেনশন ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সভাপতিত্বে শামসুল আরেফিন খালেদ ও ইমরান খানের যৌথ সঞ্চালনায় খানখানাবাদ সমুদ্রস্থ সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা জসিম উদ্দীন আল আজহারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবসেনার সহ-সভাপতি প্রফেসর মুনিরুল ইসলাম আশরাফি। বিশিষ্ট সমাজ সেবক জাহেদ আকবর চৌধুরী জেবু, বাঁশখালী উপজেলা যুবসেনা সাংগঠনিক সম্পাদক এস এম শহিদুল ইসলাম। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ইউনুছ তৈয়বী। 

এতে অপার সম্ভাবনাময় সবুজে ঘেরা নৈসর্গিক পাহাড় বেষ্টিত বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষণার দাবিতে "মানববন্ধন" বাহারচরা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা নিজামুল করিম সুজন বলেন- সরকার কক্সবাজার সহ দেশে ১২০কি.মি সর্ববৃহৎ সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষণা করলেও সমুদ্র সৈকতের ৬০ শতাংশ কার্য ও প্রয়োজনীয় অবকাঠামো বাস্তবায়ন করতে পারেনি।

সময়ের সাথে জনপ্রিয় হতে থাকা বাঁশখালী সমুদ্র সৈকত ইতোমধ্যে অসংখ্য পর্যটকদের প্রিয় জায়গা হিসেবে স্থান করে নিয়েছে। অচিরেই বাঁশখালী সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র ঘোষণা ও অবকাঠামো নির্মাণ করে পর্যটকদের সুষ্ঠু বিনোদন কেন্দ্র পরিণত করে ছাত্রসেনার যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান। এতে আরো বক্তব্য রাখেন, প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন ওডিইবি এর অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, খায়রুল বশর, এইচ.এম তমিজ উদ্দীন, ওয়াহিদুল ইসলাম, মুহাম্মদ দেলোয়ার, দক্ষিণজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক এইচ.এম এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল বশর, বাঁশখালী উপজেলা দক্ষিণের সভাপতি এইচ. এম শওকত আলী, ছাত্রসেনা-বাঁশখালী উপজেলা উত্তর শাখা সহ-সভাপতি মিশকাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ, নুরুল আমিন, খোরশদুল আলম হাশেমী, নাছির উদ্দীন সুজন, মুনির কাদেরী, আব্দুল আলিম, সাজ্জাদ হোসাইন, আব্দুল আলিম রেজভী, এইচ এম নেজাম উদ্দীন, আরিফ রেজা প্রমুখ।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top