সাপাহারে গরু চোরের অন্যতম সদস্য আটক! একটি গরু উদ্ধার

S M Ashraful Azom
সাপাহারে গরু চোরের অন্যতম সদস্য আটক! একটি গরু উদ্ধার
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চুরি হওয়া গরুসহ চোরের অন্যতম সদস্য আকবর আলী (৪৮) নামের একজন গরু চোরকে তার নিজ বাড়ি থেকে আটক করে সাপাহার থানা পুলিশ।

জানাগেছে, মে মাসের ১৯ তারিখে সদরের মানিকুড়া চৌধুরী পাড়ায় গভীর রাতে একদল চোর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর বাড়ির গোয়াল ঘরের পিছন দিকের সীদ কেটে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। গরু চুরি হয়ে যাওয়ায় অনেক খোজাখুজি করে না পেয়ে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন থানায় একটি অভিযোগ করেন, সে অভিযোগের পেক্ষিকে গোপন সংবাদের মাধ্যমে ২৩ জুন সাপাহার থানার এসআই ফারুক মোঃ জাহাঙ্গীর তার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে উপজেলার কাশিতাড়া গ্রামের মৃত:ফাইজুদ্দীনের পুত্র,আকবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে গরু সহ তাকে আটক করেন।

সাপাহার থানার অফিসার ইনর্চাজ(ওসি) শামসুল আলমের সাথে কথা হলে,তিনি আটকের ঘটনা স্বীকার করে বলেন এ বিষয়ে অজ্ঞাত নামায় ৪৫৭/৩৮০ পেনাল কোড ধারায় মামলা হয়েছে,আমরা চুরির সাথে জড়িত সকল চোরকে অতিদ্রুত আটক করব এবং আকবর আলীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top