
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে এলসিপোর্ট লোড-আনলোড শ্রমিকলীগের নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
২৪ জুন রবিবার সকাল ৮টায় এলসিপোর্ট লোড-আনলোড শ্রমিকলীগের নওদাপাড়া অস্থায়ী কার্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়।
এতে মো. ওয়াজেদ আলী চাকা প্রতীক নিয়ে ৭৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. ইক্তার হোসেন মোরগ প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়ে পরাজয় হয়।
সহ-সভাপতি পদে মো. অফিল হক টিউবয়েল প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আনসার আলী মাইক প্রতীক নিয়ে ৬৭ভোট পেয়ে পরাজয় হয়। সাধারন সম্পাদক পদে মো. আব্দুর ছবুর ফক্কু ছাতা প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি মো. সফিউর রহমান মাছ প্রতীক নিয়ে ৬৪ ভোট পেয়ে পরাজয় হয়। কোষাধক্ষ পদে মো. আব্দুল গফুর হাতি প্রতীক নিয়ে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি মো.অবিচান মিয়া কলস প্রতীক নিয়ে ৮৪ ভোট পেয়ে পরাজয় হয়। সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো. শাহাজালাল,কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও মো. আবুল হাশেম মিঠু বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. এরশাদ আলী ও সহকারি প্রিজাইডিং অফিসার উপজেলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো. রজব আলী নির্বাচন পরিচালনা করেন। পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নুরপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক মো.নুরুল ইসলাম ইমাম। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রতিনিধি একেএম শরিফ উদ্দিন, রৌমারী থানা পুলিশ, বিজিবি, গ্রাম পুলিশ, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান আহবায়ক মো.এনামুল হক, আহবায়ক সদস্য মো. মোজাহার আলী ও মো. আনরজামাল হক নির্বাচনে অগ্রনী ভুমিকা পালন করেন।