গার্মেন্টস শ্রমিকদের ‘রোহিঙ্গা’ বলে গালী দিলেন হাসান উদ্দিন!

S M Ashraful Azom
গার্মেন্টস শ্রমিকদের ‘রোহিঙ্গা’ বলে গালী দিলেন হাসান উদ্দিন!

সেবা ডেস্ক: এ মাসে আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আলোচনায় রয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ করা দুই প্রার্থীর আমলনামা। এর ফলে প্রার্থীদের অজানা অনেক তথ্যই চলে আসছে আলোচনায়। সম্প্রতি তেমনি এক সমালোচনার জন্ম দিয়েছে হাসান উদ্দিন এর কয়েকদিন আগের এক বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় একটি বিচার কার্যে হাসান উদ্দিন দুজন শ্রমিককে ইঙ্গিত করে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলছেন, “এই রোহিঙ্গারা গাজীপুরের পরিবেশ নষ্ট করার জন্যে দায়ী, শালারা পেটের দায়ে গাজীপুর আসে, আবার গাজীপুরেরই নাম খারাপ করে!”

জানা যায়, কিছুদিন আগে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত একটি গার্মেন্টস কোম্পানি শ্রমিকদের বকেয়া বেতন আটকে রাখলে শ্রমিকরা গার্মেন্টসের সামনে অবস্থান নেয়। এতে উক্ত গার্মেন্টসের মালিক হাসান উদ্দিন এর প্রত্যক্ষ মদদে নিজস্ব বাহিনী দিয়ে শ্রমিকদের লাঠিপিটা করে। পরবর্তীতে শ্রমিকদের ওই আন্দোলনের পেক্ষিতে দুজন শ্রমিক নেতাকে বিচারের মুখোমুখি করে ওই গার্মেন্টসের মালিক। গার্মেন্টসটির সামনে হওয়া ওই বিচারে হাসান উদ্দিন শ্রমিকদের বলেন, “তোরা গাজীপুরের পরিবেশ নষ্টের জন্যে দায়ী।” এর পর তিনি উপস্থিত গার্মেন্টসটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘এই রোহিঙ্গারা গাজীপুরের পরিবেশ নষ্ট করার জন্যে দায়ী, শালারা পেটের দায়ে গাজীপুর আসে, আবার গাজীপুরের এই নাম খারাপ করে!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজে আপলোড হওয়া ওই ভিডিওতে হাসান উদ্দিনকে তুলোধুনা করেন অনেকেই। যেই শ্রমিকরা গাজীপুরের অর্থনৈতিক উন্নয়নে এত ভূমিকা রাখছে তাদের তুচ্ছ করে বলা হাসান উদ্দিনের ওই বক্তব্য মানসিক ভাবে আঘাত করে অনেক শ্রমিককে। উল্লেখ্য, হাসান উদ্দিনের নিজস্ব একটি গার্মেন্টস রয়েছে তার বাসার নিচে। সেটির শ্রমিকরাও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন হাসান উদ্দিনের এই অসুস্থ মানসিকতার কারণে।

এখন দেখার বিষয় এত সব সমালোচনা পেরিয়ে শেষ পর্যন্ত হাসান উদ্দিন কত টুকু দিতে পারেন নিজের যোগ্যতার প্রমান।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top