কুড়িগ্রামে শিশু মেলা অনুষ্ঠিত

S M Ashraful Azom
কুড়িগ্রামে শিশু মেলা অনুষ্ঠিত

ডা. জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ২৯ জুলাই রবিবার কুড়িগ্রামে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম এর আয়োজনে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের নিয়ে কবিতা আবৃতি ও দেশের গানের প্রতিযোগিতা করা হয়।

৩০ জুলাই সোমবার সকাল ১০টায় কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ প্রাঙ্গনে আয়োজিত শিশু মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও তথ্য অফিসার মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, পৌর আ.লীগ সাধারন সম্পাদক কাজিউল ইসলাম, জেলা মাধ্যমিক অফিসার, মোঃ আব্দুল কাদের কাজী, জেলা শিক্ষা অীফসার, কুড়িগ্রাম প্রমুখ।





ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top