শাহরাস্তিতে ন্যাশনাল সার্ভিস একতা কল্যান পরিষদ এর কমিটি গঠন।

S M Ashraful Azom
শাহরাস্তিতে ন্যাশনাল সার্ভিস একতা কল্যান পরিষদ এর কমিটি গঠন।

রকি সাহা:  ৩০শে জুলাই সোমবার বিকাল ৪ ঘটিকায় শাহরাস্তি উপজেলা পরিষদ চত্ত্বরে মোঃ পারভেজ হোসেন রুবেল এর সঞ্চালনায় ও রকি চন্দ্র সাহার সভাপতিত্ত্বে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যান পরিষদ এর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির,শাহরাস্তি উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক আবুল কালাম, রকি চন্দ্র সাহা, মোঃ পারভেজ হোসেন রুবেল, মোঃ রাশেদুল আলম মজুমদার, মোঃ সফিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন,আলী আকবর,সুমন চন্দ্র বিশ্বাস, মেহেদী হাসান,মোজাম্মেল হোসেন, লক্ষ্মন চন্দ্র বর্মন, তুহিন নন্দী, শান্ততা রহমানসহ প্রমূখ।

আলোচনা সভায় বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যান পরিষদ এর শাহরাস্তি উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করেছেন।

আহবায়ক রকি চন্দ্র সাহা,যুগ্ন আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন রুবেল,আজগর হোসেন মিয়াজী,মোহাম্মদ মেহেদী হাসান,মোঃ রাশেদ আলম মজুমদার,সফিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন শিমু,মোঃ আবু তাহের বাবলু,আলী আকবর, নাসরিন সুলতানা, সুমন চন্দ্র বিশ্বাস ও অন্যান্য সদস্য বৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যে বলেন ন্যাশনাল সার্ভিস কর্মীরা হলেন দেশের সন্তান, "মানবতার মা" স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীতে প্রধানমন্ত্রী একজনই। তিনি হলেন বাংলাতেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন আগামী ১৯ মাস পরে প্রধানমন্ত্রী আমাদের মুখে হাসি ধরে রাখবেন এ বিশ্বাস রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সভা সমাপ্তী ঘোষনা করা হয়।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top