চাঁদপুরে বন্দুক যুদ্ধে নিহত ১ আহত ৩

S M Ashraful Azom
চাঁদপুরে বন্দুক যুদ্ধে নিহত ১ আহত ৩

রকি চন্দ্র সাহা (চাঁদপুর জেলা প্রতিনিধি):  চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এর সীমান্তবর্তী এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাত পরিচয়ের মাদক ব্যবসায়ী (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।


বৃহস্পতিবার (৯ আগষ্ট) রাত আনুমানি ১টা ৩০মিঃ দিকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা চিকুটিয়া ব্রীজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম ও পরিচয় এখন পর্যন্ত পুলিশ জানতে পারেননি।


আহত পুলিশ সদস্যরা হচ্ছেন: শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, পুলিশ সদস্য আবুল বাসার ও আনোয়ার হোসেন।


শাহরাস্তি থানা পুলিশ সূত্র জানিয়েছে, রাত ১২টার দিকে পুলিশ গোপন সংবাাদের ভিত্তিতে জানতে পারে শাহরাস্তি থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলায় প্রবেশ করছে।


এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছলে রাত দেড়টার দিকে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও অজ্ঞাত নামা মাদক ব্যবসায়ী গুরুতর আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভোর সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মুশফিক বিন বাকের মৃত ঘোষনা করেন।


শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় এখনো জানাযায়নি। পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। তার মরদেহ মহয়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। নিউজ সংগ্রহ পর্যন্ত এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top