মির্জা ফখরুল জাতীয় ঐক্যের নামে বিএনপি’কে ভাঙতে চায়

S M Ashraful Azom
মির্জা ফখরুল জাতীয় ঐক্যের নামে বিএনপি’কে ভাঙতে চায়


সেবা ডেস্ক: সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভাঙার চেষ্টা করছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন কঠিন সময় অতিক্রম করছে। সৃষ্টির পর থেকে বিভিন্ন সময় নানা বাধা আসলেও দলটি বর্তমান পরিস্থিতির মতো এত সংকটের মধ্যে আগে কখনও পড়েনি। প্রায় ১২ বছরের কাছাকাছি ক্ষমতার বাইরে থাকার ফলে বিভিন্ন দল ও নানা মতামতের রাজনৈতিক ব্যক্তিদের একত্রে রাখা এখন তাদের কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

কয়েকটি মামলার ফেরারী আসামি তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর থেকে বিএপির মধ্যে ভাঙনের কানাঘুষা শুরু হয়। দলের সিনিয়র নেতারা বিকল্প চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছে।

একাধিক সূত্রে জানা গেছে, তারেক রহমানের বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি কোনো আস্থা নেই। কারণ এরা নিজেদের গা বাঁচিয়ে শুধু মিডিয়ায় দলের প্রচার করে চলছেন। তাই বর্তমান বয়স্ক নেতাদের সরিয়ে দিয়ে তরুণদের হাতে বিএনপির নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। অতীতে বিএনপির ডাকা আন্দোলনগুলোতে সিনিয়ার নেতাদের ভূমিকায় তারেক রহমান সন্তুষ্ট নন। অনেকের সাথে সরকারের আঁতাত রয়েছে বলে তিনি সন্দেহ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এমন সিদ্ধান্তই বিএনপি ভাঙনের জন্য যথেষ্ট।

এমতাবস্থায় দলের অনেক নেতাই কেটে পড়েছেন। বাকিরাও কেটে পড়ার চিন্তা ভাবনা করছেন। আবার অনেকে দলকে ভাঙার চিন্তাও করছে। সিনিয়র নেতাদের সিন্ধান্তের সাথে তারেকের সিন্ধান্তের অমিল ও সিনিয়র নেতাদের মূল্যায়ন না করার কারণে দল ভাঙছে বলে মনে করেন সিনিয়র নেতারা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের আয়োজনে শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদে সংহতি সমাবেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শিক্ষার্থীদের আন্দোলন আমাদের জাতীয় ঐক্যের পথ খুলে দিয়েছে।

আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাতীয় ঐক্যের নামে নতুন ঐক্যের আভাস ফুটে উঠেছে তার বক্তব্যে। তারেকের বক্তব্যে বয়স্ক নেতাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে ফখরুল জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

তাহলে কি জাতীয় ঐক্যের নামে বিএনপি ভাঙতে চান ফখরুল?



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top