আঃছাত্তার আনসার কমান্ডার পিপিএম পদক প্রাপ্তিতে অপরুপা নাট্যগোষ্ঠীর সংবর্ধনা

S M Ashraful Azom
আঃছাত্তার আনসার কমান্ডার পিপিএম পদক প্রাপ্তিতে অপরুপা নাট্যগোষ্ঠীর সংবর্ধনা

রকি চন্দ্র সাহা (চাঁদপুর জেলা প্রতিনিধি): শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি কোম্পানী কমান্ডার মোঃ আঃ ছাত্তার সাফল্যজনক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্মাননা (পিপিএম বার) প্রাপ্তিতে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর পক্ষ হতে ৭ আগস্ট মঙ্গলবার বেলা ২ টায় সংঠনের ঠাকুরবাজারস্থ কার্যালয়ে সংবর্ধনা প্রদান কর

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এ এস এম আজিম উদ্দিন।

শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রধান উপদেষ্টা মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে – সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর শিশু একাডেমির উপ পরিচালক কাউসার আহমদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু দাস, ভাস্কর্য শিল্পি সমীরণ দত্ত, সংবর্ধিত আনসার কমান্ডার মোঃ আঃ ছাত্তার পিপিএম বার ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সহসভাপতি হাবীবুর রহমান ভুঁইয়া, সিনিয়র সাংবাদিক জাকির হোসাইন খান, নোমান হোসেন আখন্দ, কামরুজ্জামান সেন্টু, অপরুপার সাধারণ সম্পাদক মোঃ আঃ হান্নান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক ডেসটিনির শাহরাস্তি প্রতিনিধি রকি চন্দ্র সাহা , দপ্তর সম্পাদক এরশাদ আলম বেপারি, মহিলা বিষয়ক সম্পাদক অন্তরা সরকার, প্রচার সম্পাদক আবদুল হান্নান রিপন ও শিশু শিল্পি আরমান হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামাজিক সচেতনতায় নাট্যকর্মীদের ভুমিকা রয়েছে অনেক। একজন আনসার সদস্যের পদক প্রাপ্তিতে নাট্য সংগঠনের এ সংবর্ধনায় এটাই প্রতীয়মান হয় যে, আনসাররা গ্রামগঞ্জের গনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মাদক ও জঙ্গিবাদ রোধে আনসার সদস্যরা যে ভুমিকা রাখছে আগামীতে সাংস্কৃতিক কর্মীদের উপস্থাপনায় তা আরো বেগবান হবে।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top