
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে অসাবধানতা বসত ব্যাটারীচালিত অটো বাইকে চার্জ দিতে গিয়ে এক জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল ২ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারী চালিত অটো বাইক প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিয়ে চার্জ শেষ হয়ে গেলে নিজ বাড়িতে চার্জ দিতে আসে এবং অসাবধানতা বসত কারেন্টের তারে জড়িয়ে শামীম হোসেন (২১) নামের যুবকটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত যুবক উপজেলার মধইল বাজারের মজিবুর রহমানের পুত্র।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছে।