
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে নানা সময়ে নানান বিষয় নিয়ে কটু্ক্তি আর সমালোচনার ঝড় উঠলেও তাদের ভালো দিকগুলো প্রায়শই অধরা থেকে যায়। সেই ভালো কাজেরই নমুনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন অনেক পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের তিন ছাত্রের নিহতের ঘটনায় বিক্ষোভে নামেন শিক্ষার্থী।
আর এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপরে চড়াও না হয়ে বুঝিয়ে-শুনিয়ে ঘাতকদের বিচারের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।
এরইমধ্যে গ্রেফতারও করা হয়েছে ঘাতকদের।
এ ঘটনায় ছাত্র-ছা্ত্রীদের মন জয় করতে ভালোবাসাসূলভ আচরণকেই হাতিয়ার হিসেবে দেখেছেন পুলিশ সদস্যরা।
এ বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তেজগাঁও থানার পুলিশ অফিসার ও বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কাজল। যা এরইমধ্যে ভাইরাল হয়েছে। তার ফেসবুক টাইমলাইনে ওই পোস্টটি সেবা হট নিউজ- এর পাঠকের জন্য তুলে ধরা হল-
মাজহারুল ইসলাম কাজল তার টাইমলাইনে লিখেছেন, আমি চেষ্টা করেছি ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের মন জয় করতে। স্বাধীনতা যুদ্ধে প্রথম আত্ম-বিসর্জন থেকে শুরু করে আজ অবধি এ বাহিনীর অবদান দেশ প্রেমিক কেউ অস্বীকার করতে পারবে না বলে আমার ধারণা।
দেশের বিভিন্ন ক্রান্তি কাল যেমন আগুন সন্ত্রাস ,জঙ্গিবাদের মতো দেশের অস্তিত্ব বিলীন করবার মতো বিষয় গুলো জীবন দিয়ে কেবল পুলিশই দমন করতে পেরেছে। সীমিত জনবল আর ভাঙ্গা ছোরা লজিস্টিক সুবিধা নিয়ে অনেক উন্নত দেশের চেয়েও অপরাধ দমনে এ বাহিনীর সফলতা বেশি।
তবে কিছু ক্ষেত্রে পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে। তার মধ্যে যেমন মানবাধিকারের সুরক্ষার বিষয়গুলো। এসব পরিবর্তনের জন্য ও নিয়মিত প্রশিক্ষণ, কাউন্সিলিং চলমান।
যে বিষয়গুলো পুলিশের বিরুদ্ধে ভাইরাল হয় তার বেশির ভাগ মানবাধিকার লংঘন সংশ্লিষ্ট । এ বিষয়গুলো আরো মানবিক হবে আমি আশাবাদী তবে এরকম তুচ্ছ বিষয়ের অবহেলার জন্য পুরো বাহিনীকে নিয়ে ট্রল করা উচিত হবে না।
সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে পুলিশের প্রতি অভিযোগ এটি তো অন্যভাবেও দেখা যায়-যেমন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করার ফলে মুমূর্ষ রুগী যদি রাস্তায় মারা যেত কিংবা কারও বিদেশের ফ্লাইটিটি মিস হতো কিংবা কেউ যদি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারত, অথবা আগুন লাগানো বাসে কেউ পুড়ে মারা যেত তখন দুর্ভোগে পড়া অনেক সুশীলরাই বলত পুলিশ কী করে, এই কয়টা ছেলেকে পিটিয়ে রাস্তা থেকে সরায় না কেন!