পিকআপ চাপা পড়া বিক্ষোভরত শিক্ষার্থী রাব্বি আশঙ্কামুক্ত: নজর রাখছেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
পিকআপ চাপা পড়া বিক্ষোভরত শিক্ষার্থী রাব্বি আশঙ্কামুক্ত: নজর রাখছেন প্রধানমন্ত্রী
শনির আখড়ায় পিকআপে চাপা পড়া ছাত্র রাব্বি

সেবা ডেস্ক: ঢাকা কুর্মিটোলায় শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীদের একজনের ওপরে পিকআপ তুলে দেয়ার ঘটনা ঘটেছে।

আহতাবস্থায় রাব্বি নামের ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহত রাব্বি সম্পূর্ণ আশঙ্কামুক্ত।

জানা গেছে, রাব্বি দনিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ১ আগস্ট বুধবার রাজধানীর শনির আখড়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স দেখছিল। যেসব চালকের লাইসেন্স নেই তাদের গাড়ি সাইড করে রাখতে বলছিল। এসময় রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথ দিয়ে একটি পিকআপ দ্রুত গতিতে চলে আসে। শিক্ষার্থীরা সেটিকে আটকানোর চেষ্টা করে। পিকআপ চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয় এবং এক রাব্বি নামক শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়। পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম একথা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী শনির আখরায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথে একটি পিকআপ দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছিল। এসময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। ওই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম জানিয়েছেন, পিকআপের নম্বরটি সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে যাত্রাবাড়ীর পিকআপ দুর্ঘটনায় আহত ছাত্রকে নিয়ে মিথ্যে গুজব ছড়াচ্ছেন গণজাগরণ মঞ্চের তথাকথিত মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে আহত ছাত্রের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত না হয়েই পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতে উস্কানিমূলক শব্দ ব্যবহার করেছেন। এছাড়া বিশ্ব তরুণপ্রজন্ম নামের একটি ফেসবুক পেজসহ বিভিন্ন পেজ থেকে এ ধরণের গুজব ছড়ানো প্রমাণ মিলছে।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top