
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিটে আটজন আহত হয়েছে। আহতরা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সূত্রে জানা গেছে, উপজেলা চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ গ্রামের যমুনার বুকে জেগে ওঠা খাস খতিয়ানের জমি দীর্ঘদিন যাবৎ আব্দুস সামাদ ও স্বপনসহ আরও কয়েকজন ভোগদখল করে আসছিলো। এবার চর জেগে উঠলে প্রতিপ্ক্ষ পীরগাছা গ্রামের সামাদ, আব্দুল লতিফ, রশিদ গংরা জোর পূর্বক দখল নিতে চেষ্টা করে।
এ নিয়ে স্থানীয়ভাবে সালিশী বৈঠক হলেও বিষয়টির কোন সমাধান হয়নি। এরই মধ্যে গত মঙ্গলবার বিকেলে গোদারবাগ গ্রামের স্বপন গংরা জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে মারপিট করে। এতে করে আব্দুস সামাদ, স্বপন, কাজেম, আজীজ, রশিদ শহিদুলসহ মোট ৮ জন আহত হয়।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান জানান, ঘটনা শুনেছি। দুই পক্ষের লোকজনই চিকিৎসাধীন রয়েছে। এখনও মামলা হয়নি।
এদিকে আহতরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রে জানা গেছে।
⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।