
গোলাপগঞ্জ প্রতিনিধি : সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে গোলাপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ(এমপি)।
শুক্রবার সকাল ১০:৩০ টায় গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার দাড়িপাতনে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (এমপি)। বক্তব্য রাখেন সিলেট বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তনয় বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায় ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের ( গোলাপগঞ্জ জোন) অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলি, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, ভূমি দাতা শামিম আহমদ রাসেল, উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোলাপগঞ্জ উপজেলায় হওয়ায় গোলাপগঞ্জ বাসীর এত দিনের আশা পূরণ হয়েছে। এতে করে কোনো সমস্যা হলে গোলাপগঞ্জ বাসী খুব তাড়াতাড়ি সেবা পাবে।
⇘সংবাদদাতা: গোলাপগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।