
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: বাংলাদেশ সরকারের মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪) এর আওতায় জামালপুরের ইসলামপুরে শিক্ষক,শিক্ষিকা ও সুপার ভাইজারদের ৫দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, রোববার উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
এ সময় জামালপুর জেলা পরিষদের সদস্য আঃ রাজ্জাক লাল মিয়া,পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, প্রকল্পের বাস্তবায়ন কারী সংস্থা এ.এস.ডিও’র নির্বাহী পরিচালক নুরুল ইসলাম,পাথর্শী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেহান আলী মাস্টার ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রগ্রাম অফিসার সুলাইমান হক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ৫দিনে জেলার তিনটি ইউনিয়নের ৭৫জন শিক্ষক,শিক্ষিকা ও প্রকল্পের সুপারভাইজাররা অংশ নিবেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।