
বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এমএ সাত্তার।
সোমবার সন্ধ্যায় নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর ও বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা বাজারে গণসংযোগ ও স্থানীয় ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভা অনুষ্ঠানে স্থানীয় এলাকার শতাধিক যুবক জাতীয় পার্টিতে যোগদান করেন।
কুশলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এমএ সাত্তার।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খোকন আকন্দ, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, ইউনিয়ন যুব সংহতির সভাপতি আকরাম হোসেন , সাবেক ইউপি সদস্য সাদা মিয়া প্রমুখ।
সাবেক মন্ত্রী এমএ সাত্তার তার বক্তব্যে বলেন, আগামি নির্বাচনে তিনি জাতীয় পার্টির একক প্রার্থী।
এছাড়াও জোটগত ভাবে তার দল নির্বাচনে এলে এবং তিনি মনোনয়ন পেলে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান।
এসময় তার বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।