ঐতিহ্যবাহী ২৪৩তম “সোনামুখী মেলা” শুরু

S M Ashraful Azom
0
ঐতিহ্যবাহী ২৪৩তম  “সোনামুখী মেলা” শুরু

কাজিপুর প্রতিনিধি: সনাতন ধর্মের মহা উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে কাজিপুর উপজেলার সোনামুখীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী “সোনামুখী মেলা”। এবারের মেলাটি হচ্ছে ২৪৩ তম।  বুধবার রাতে এই মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি শুওকত হোসেন। 

মেলা উপলক্ষ্যে  বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সভাপতি আজগর আলী মন্ডল, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন আলম, বর্তমান সভাপতি রাজু আহমেদ, সহ নেতৃবৃন্দ।

The traditional 243th "Sonamukhi Mela" starts

প্রতিবছর শারদীয় দূর্গোৎসবকে ঘিরে প্রায় আড়াইশ বছর ধরে ইছামতি নদীর তীরঘেষা সোনামুখীতে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক সময়কার প্রবাহমান ইছামতি নদীর তীর ঘেঁষে এই মেলায় আগে ভারতের কোলকাতা থেকে ব্যবসায়ীরা আসতো।

বর্তমানে ইছামতির সেই প্রবাহমানতা না থাকলেও মেলার বুক চিরে বয়ে যাওয়া সিরাজগঞ্জ সোনামুখী ভায়া বগুড়ার ধুনট-শেরপুর আন্তঃজেলা সড়কের কারণে দূর দুরান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রি নিয়ে আসেন।

মেলাকে ঘিরে আদর আপ্যায়ন, ধুতী, পাঞ্জাবী, জামা-কাপড়, ছাতি, পাটা দেয়া-নেয়া বাঙালী জাতির হারানো ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।

স্থানীয় লোকজন এই মেলা থেকে তাদের পুরো বছরের জন্যে আসবাবপত্র, স্টিলের সামগ্রি, দা, কাঁচি, ছুরিসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করে থাকে। বিশেষ করে কয়েক কোটি টাকার কাঠের সামগ্রি এই মেলায় ক্রয়-বিক্রয় হয়ে থাকে।

 মেলায় চিত্ত বিনোদনের জন্য মেলায় চলছে সার্কাস। মেলা থেকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকে।


⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top