ইসলামপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
ইসলামপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর: জামালপুরের ইসলামপুরের ব্রহ্মপুত্র নদের দুটি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ অক্টোবর দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে ২০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ল্যাপটেন্যান্ট শহীদ শেখ জামাল এবং শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ (বীরোত্তম) নামে দুটি সেতুর শুভ উদ্বোধন করেছেন।

জানা গেছে, দেশের ২০ জেলায় মোট ৩৩টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টির শুভ উদ্বোধনী ঘোষণা করেন।

 two bridges through video conferencing at Islampur

জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফরেন্সে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলার ইসলামপুর ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেজর জেনারেল খালেদ মোশারফের বড় মেয়ে মাহজাবিন খালেদ বেবী, জেলা প্রশাসক আহম্মেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম-বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সুধীবৃন্দ এ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০০৮ সালে নির্বাচনের আগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে এলাকাবাসীদের ব্রহ্মপুত্র নদের ওপর দু’টি সেতু নির্মাণের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর ওই আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ইসলামপুর পাইলিং ঘাট-সভাকুড়া এবং ডিগ্রিরচর-ডেফলা ঘাটে দু’টি সেতু নির্মাণসহ প্রায় ৪০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হয়। ইতোমধ্যে সেতু দু’টির ওপর দিয়ে ট্রাক-বাসসহ বিভিন্ন যানবাহনে হাজারো পথচারী চলাচল শুরু করেছে।  সুফল পাচ্ছে ব্রক্ষপুত্র নদের দ্বিধাবিভক্তি দু’পাড়ের মানুষ। বদলে গেছে চরাঞ্চলের চরাঞ্চলবাসীর মানুষের জীবনযাত্রার মান।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top