
সেবা ডেস্ক: অনেক জল্পনা কল্পনা শেষে, শেষ পর্যন্ত বর্তমান সরকারের চলমান মেয়াদেই জামালপুরের মেলান্দহ উপজেলা অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চান্সেলর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি এন্ড মাইনিং বিভাগের অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ কে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ ১৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে ২০০০ সালে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজ। সরকার ২০১৭ সালের ২৫ মে এটিকে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের নীতিগত সম্মতি দেয়। পরে ২০১৭ সালের ২০ নভেম্বর কলেজটিকে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' নামে বিল আকারে জাতীয় সংসদে পাস হয়। এরপর থেকে আগের চলমান কলেজটিও এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এসেছে। আজ বুধবার ভিসি নিয়োগ দেওয়ায় কলেজ পর্বের সকল শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।