
সেবা ডেস্ক: গত ১২ নভেম্বর সোমবার বগুড়া’র ডিবি পুলিশ নব্য জেএমবির দম্পতিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের গত ১২ নভেম্বর সোমবার রাতে সারিয়াকান্দি উপজেলার কালিতলা থেকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মধ্যের চরের মফিজ উদ্দিন সরকারের ছেলে তুহিন সরকার ওরফে কাকা বিন ওমর (২৭) এবং তার স্ত্রী রুমি আক্তার (২১)।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, গত ১২ নভেম্বর সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন খবর পেয়ে সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকা থেকে নব্য জেএমবির সদস্য দম্পতি তুহিন সরকার ও রুমি আকতারকে গ্রেফতার হয়। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। পরে তাদের রিমান্ডের আবেদন জানানো হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, গত ১২ নভেম্বর সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন খবর পেয়ে সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকা থেকে নব্য জেএমবির সদস্য দম্পতি তুহিন সরকার ও রুমি আকতারকে গ্রেফতার হয়। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। পরে তাদের রিমান্ডের আবেদন জানানো হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।