![]() |
| বোমা হামলায় নিহত আমিরুল |
সেবা ডেস্ক: যশোর বেনাপোলের উত্তর কাগজপুকুর এলাকায় আজ ৩০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তের বোমা হামলায় আমিরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন।
জানা যায, বোমা হামলায় নিহত আমিরুল বেনাপোল কাগজপুকুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত অফিসার আবু সালেহ মাসুদ করিম বলেন, নিহত আমিরুল আজ শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে আমিরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত নয়। খুনিদের ধরতে চিরুনি অভিযান চলছে। তবে নিহত আমিরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন-হত্যা, গুমসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।