
সেবা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে আইন শৃংখলা রক্ষার কাজে মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে ১১ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী ও উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ ও মনিটরিং মাঠকর্মী মোঃ স্বপন খান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।